Jobedali

Call

যদি সবকিছু ঠিক থাকে এবং আপনি গর্ভাবস্থার ৩৭ সপ্তাহে থাকেন সে ক্ষেত্রে আপনার হাতে দুটো অপশন থাকে-

  • কৃত্রিম উপায়ে প্রসব যন্ত্রণা শুরু করা (Induced Labor)।
  • অপেক্ষা করে দেখা যদি প্রসব যন্ত্রণা নিজ থেকে শুরু হয়।

সাধারনত গর্ভাবস্থায় পানি ভাঙ্গার ২৪-৪৮ ঘণ্টার মদ্ধে কন্ট্রাকশন শুরু হয়। ৬০ ভাগ মায়েদেরই ২৪ ঘণ্টার মদ্ধে কন্ট্রাকশন শুরু হয়। বাকিদের বেশীর ভাগেরই ৪৮ ঘণ্টার মদ্ধে শুরু হয়ে যায়। তাই কৃত্রিম উপায়ে প্রসব যন্ত্রণা শুরু করার আগে  ডাক্তার অন্তত ২৪ ঘণ্টা অপেক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন।

সবকিছু ঠিক থাকলে এ সময় ২৪ ঘণ্টার জন্য বাসায় যাওয়ার অনুমতি দেয়া হতে পারে। তবে এ সময় শারীরিক মিলন থেকে বিরত থাকতে বলা হবে কারন পানি ভেঙ্গে যাওয়ার পর বাচ্চার ইনফেকশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ