শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মূত্র বা প্রস্রাব নেফ্রন এর বিভিন্ন অংশের সক্রিয়তার ফলে দেহেও পক্ষে ক্ষতিকারক অথবা অপ্রয়োজনীয় জৈব ও অজৈব পদার্থ দিয়ে তৈরী স্বল্প অম্লধর্মী ও সামান্য হলুদ বা বর্নহীন তরল তৈরী হয়ে ইউরেটার দিয়ে গিয়ে সাময়িকভাবে মূত্রাশয়ে সঞ্চিত হয় এবং পরে মূত্রনালী দিয়ে দেহের বাইরে নির্গত হয় তাকে মূত্র বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

☞ নিয়মিত বেশি বেশি ইস্তেগফার পড়া।

☞ নিয়মিত বেশি বেশি জিকির করা।

☞ নিয়মিত কোরআন তিলাওত করা।

☞ নিয়মিত ফরজে আইন পাঁচ ওয়াক্ত আদায় করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ