শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বুকে ব্যথা, হার্ট ফেইলিওর, হার্ট অ্যাটাক প্রভৃতি মারাত্মক রোগ থেকে মুক্তির উপায় হচ্ছে এনজিওপ্লাস্টি। 1977 খ্রিস্টাব্দে জার্মানি কার্ডিওলজিস্ট ডঃ অ্যান্ডস গ্রয়েনজীগ (Dr. Andreas Gruentzig) সর্বপ্রথম এনজিওপ্লাস্টি পদ্ধতিটি প্রয়োগ করেন। মূলত এনজিওপ্লাস্টি হল বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃদপিন্ডের সংকীর্ণ ধমনীর প্রাচীর কে প্রশস্ত করার প্রক্রিয়া। এনজিও মানে রক্ত বাহিকা প্লাস্টি মানে পুনর্নির্মাণ। এনজিওপ্লাস্টি বন্ধ হয়ে যাওয়া ধমনীর ভিতর দিয়ে হৃদপিন্ডে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ করে এবং দেহকে সচল রাখা সাহায্য করে।


তথ্যসূত্র: এনজিওপ্লাস্টি কী, এনজিওপ্লাস্টি কত ধরনের

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ