Call

আরবী উচ্চারণে সালামের জবাব : وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ 

বাংলা উচ্চারণ : ওয়া আলাইকুমুস সালাম, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া বারাকাতুহু।

অর্থ : আপনার উপরেও শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।

 উল্লেখ্য যে, ‘আলাইকুম’ শব্দের প্রথম অক্ষরটি হলো আরবী হরফ ‘ع’। বাংলা লেখায় এই হরফের যথাযথ উচ্চারণের প্রতিফলন সম্ভব নয়। শুধু অবিকল্প হিসেবে ‘আ’ বর্ণ দিয়ে প্রতিবর্ণায়ন করা হয়েছে। তবে, অনেক লেখক ‘আ’ বর্ণটির পেছনে আরবী হরফ ‘ع’ বোঝাতে ‘আ’ বর্ণের শুরুতে একটি ঊর্ধ্বকমা (‘) দিয়ে থাকেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

alaykumu as-salam

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ