অজু করার পর কারো সাথে কথাবার্তা না বলে, অজুর অঙ্গগুলো শুকানোর পূর্বেই দুই রাকাত নামাজ পড়া মোস্তাহাব। ইসলামী পরিভাষায় এই নামাজকে "তাহিয়্যাতুল অজু" বলে। সহীহ বুখারীতে এই নামাজের অনেক ফযীলতের কথা বলা হয়েছে। এমনকি এক হাদীসে নিয়মিতভাবে এই নামাজ আদায়কারীর জন্য বেহেশতের সু-সংবাদ প্রদান করা হয়েছে। যদি মাকরুহ ওয়াক্ত না হয়, তবে দুই রাক'আত নামাজ পড়া। ইহাকে তাহিয়্যাতুল ওজুর নামাজ বলে।তাহিয়্যাতুল অজু' নামাজের নিয়তঃবাংলা নিয়তঃ"আমি দুই রাকাআত তাহিয়্যাতুল অজু' নামাজ আদায় করছি।'নামাজ পড়ার নিয়ম

সাধারণ সুন্নাত ও নফল নামাজের ন্যায় যেকোন সূরা-কিরাত দ্বারা ' তাহিয়্যাতুল অজু' আদায় করা যায়। উভয় রাকাআতেই সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে হবে এবং আখেরী বৈঠক আত্তাহিয়্যাতু, দরুদ শরীফ ও দোয়ায়ে মাছূরা সব পড়ে সালাম ফিরাতে হবে।অজুর পর দুই রাকাআত নামাজ পড়লে জান্নাত ওয়াজিব

তাহিয়্যাতুল ওজুর নামাজওজু করার পর দুই রাকাত নফল নামাজ পড়া এ সম্পর্কে হযরত ওকবা ইবনে আমের জুহানী (রাজি.) থেকে বর্ণিত আছে নবী করীম (সা.) বলেছেন, যে ব্যক্তি ওজু করার পর একাগ্রতা ও আল্লাহর দিকে মনকে ধাবিত করে দুই রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তা’আলা তার জন্য জান্নাত ওয়াজীব করে দেবেন। (নাসায়ী শরীফ, ১ম খ-, ৩৬ পৃষ্ঠা)। এই নামাজের সময়নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় ওজু করার পর এ নামাজ পড়া যায়। অর্থাৎ তিন সময় নামাজ পড়া নিষিদ্ধ। (১) সূর্য উদয়ের সময়, (২) ঠিক দুপুরে, (৩) সূর্য ডুবার সময়। (তিরমিযী শরীফ, ২য় খ-, ৩৪১ পৃষ্ঠা)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বরাবর ,

প্রধান শিক্ষক ,

বিদ্যালয়ের নামঃ

বিষয়ঃঅসুস্থতার জন্য স্কুল ছুটির আবেদন ।

জনাব,

 বিনিত নিবেদন ,এই যে আমি আপনার অত্র প্রতিষ্ঠানের  অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি গত  ২০ তারিখ হইতে ২৫ তারিখ জর এবং সর্দিতে        (  আপনার সমস্যা গুলো লিখবেন)                           আক্রান্ত হবার কারনে উক্ত পাচ  দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারি নাই।

অতএব , জনাবের নিকট  আকুল আবেদন আমি উক্ত পাচ দিন আমাকে সাধারণ ছুটি দানে আপনার একান্ত মর্জি কামনা করছি।

নিবেদক,

মোঃ

রোলঃ 

শ্রেণীঃ

শাখাঃ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mahadi

Call

অসুস্থতার জন্য স্কুলে ছুটির আবেদনপত্র সাধারণত দুই ক্ষেত্রে হয়। যথা:

 

১. কোন পিরিয়ডের পর হঠাৎ অসুস্থতায় ছুটির জন্য আবেদন।

২৮ ফেব্রুয়ারি, ২০২০

বরাবর

প্রধান শিক্ষক

'গ' সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঢাকা

বিষয় : অসুস্থতার জন্য ছুটির আবেদন

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। আজ স্কুলে এসে আমি যথানিয়মে ক্লাস করতে শুরু করি। প্রথম পিরিয়ড থেকে আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আবার গায়ে জ্বর জ্বরও লাগছে। এ অবস্থায় আমার পক্ষে পরবর্তী ক্লাসগুলো করা আজ আর সম্ভব হবে না। তাই আমি দ্বিতীয় পিরিয়ড থেকে ছুটি নিয়ে বাসায় যেতে চাই।

অতএব, আমার অসুস্থতার বিষয় বিবেচনা করে আমাকে দ্বিতীয় পিরিয়ডের পর বাড়ি যাওয়ার জন্য ছুটি প্রদানে বাধিত করবেন।

বিনীত নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র

দশম শ্রেণি

রোল: ১৭   শাখা: ক

 

২. অসুস্থতার কারনে বিদ্যালয়ে উপস্থিত হতে না পারলে।

০৬ মার্চ,২০২০

বরাবর

প্রধান শিক্ষক,

'কখ' উচ্চ বিদ্যালয়,

নারায়ণগঞ্জ

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন/ছুটি মঞ্জর                 এর জন্য আবেদন

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। হঠাৎ জ্বর হওয়ার কারণে আমি গত ০৪/০৩/২০২০ তারিখ থেকে ০৫/০৩/২০২০ তারিখ পর্যন্ত দুই দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, আমার আকুল আবেদন, বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত দুই দিনের ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।

বিনীত নিবেদক

আপনার অনুগত ছাত্র

দশম শ্রেণি

রোল: ১৭   শাখা: ক

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ