না, অন্ধকারে পড়তে হবে এমন কোনো কথা নেই। আলোতে পড়া যাবে। আর এটা নিয়মিত পড়াই উত্তম। যদি মাঝেমধ্যে বাদ পড়ে যায় বা কোনো কারণে নামাজ না পড়তে পারে, এজন্য কোনো গুনাহ হবে না। তবে নেক কাজ নিয়মিত করাই ভালো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

তাহাজ্জুদ এর সালাত হলো রাতের শেষ অংশের সালাত বলা হয়।তাই এই রকম কোন নিষেধাজ্ঞা নেই যে অন্ধকারে বা আলোতে পড়তে হবে তবে আপনার ভয় অনূভতি না হলে অন্ধকারে পড়তে পারেন রাতে শেষ ভাগের সালাত অন্ধকারে পড়াই ভালো মনে করে আলেম গন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বরাবর

 প্রধান শিক্ষক 

চৌধুরাণী উচ্চ বিদ্যালয়

পীরগাছা, রংপুর।

 বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।

 মহােদয়,

 বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি বরাবরই যথাসময়ে স্কুলের বেতন ও অন্যান্য পাওনাদি পরিশােধ করে আসছি। কিন্তু আমার পিতা আকর্ষিকভাবে অসুস্থ হয়ে পড়ায় আর্থিক সংকটের কারণে আমি গত মার্চ মাসের বেতন নির্দিষ্ট সময়ে পরিশােধ করতে পারিনি।

 অতএব, সবিনয় নিবেদন  এই যে, বেতন পরিশােধে আমার অনিচ্ছাকৃত বিলম্বের জন্য যে জরিমানা হয়েছে তা মওকুফ করে, বকেয়া বেতন পরিশােধের অনুমতি প্রদানে আপনার একান্ত মর্জি কামনা করছি।

 

 নিবেদক 

মোঃ মোক্তার হোসেন ছোটন

 দশম শ্রেণি 

 ক - শাখা 

 রােল নম্বর - ৩

তাংঃ ১৭/০৪/২০২০

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ROHAN101

Call

তারিখ 
বরাবর
প্রধান শিক্ষক
ক উচ্চ বিদ্যালয়
স্থান
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।
 

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি অত্র বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। বিদ্যালয়ের বেতন ও অন্যান্য পাওনা আমি যথাসময়ে পরিশোধ করে আসছি। কিন্তু আর্থিক অসুবিধার কারণে গত মাসের নির্দিষ্ট তারিখে আমি আমার বেতন প্রদান করতে পারিনি। এখন বেতন প্রদানের সময় আমাকে বিলম্বের জন্য কিছু জরিমানা দিতে হবে।
অতএব,  আকুল আবেদন, আমার আর্থিক সমস্যার কথা বিবেচনা করে জরিমানা ছাড়া বেতন প্রদানের অনুমতি দিতে আপনার বিশেষ মর্জি
হয়।
নিবেদক
নাম
শ্রেণী

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১০ এপ্রিল, ২০১৯

বরাবর,

প্রধান শিক্ষক

রতনপুর উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম

চকবাজার, চট্টগ্রাম।

 

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।

 

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের একজন নিয়মিত ছাত্র। বিগত দিনে আমি সময়মতো বেতনাদি পরিশোধ করে আসছি। কিন্তু আমার পিতা চাকরি সংক্রান্ত প্রশিক্ষণে ঢাকায় অবস্থান করায় আমি গত মার্চ মাসের বেতন নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করতে পারি নি। এজন্য প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী আমার উপর জরিমানা ধার্য করা হয়েছে। এমতাবস্থায় আমি জরিমানা মওকুফ করার প্রার্থনা জানাচ্ছি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমার অনিচ্ছাকৃত বিলম্বের কথা সহানুভূতি সহকারে বিবেচনা করে ধার্যকৃত জরিমানা মওকুফ করে মার্চ মাসের বেতন গ্রহণের অনুমতি দানে বাধিত করবেন।

 

নিবেদক,

আপনার একান্ত অনুগত ছাত্র,

রকিবুল ইসলাম

অষ্টম শ্রেণি

শাখাঃ ক

রোলঃ ০৫

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ