Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ফেমিকন পিল হলো স্বল্পমেয়াদি জন্মনিয়ন্ত্রন পিল যা মিন্সের সময় হতে নিয়মিত ২১ দিন খেতে হয় এবং এই পিল খাওয়া কালিন সময়ে নিজেদের ইচ্ছা অনুযায়ী মিলন করা যায় যা প্রটেকশন ব্যতীত এতে প্রেগন্যান্সির সম্ভাবনা থাকে না। 

তবে এই পিলের সাইট ইফেক্ট হিসেবে মাথা ব্যথা ,মাথা ঘোড়া,বমি ভাব বা বমি হওয়া , ক্লান্তি লাগা , তলপেটে ব্যথা সহ অন্যান্য সমস্যা হতে পারে,তবে এসব সমস্যা সবার ক্ষেত্রে একই হারে প্রভাব ফেলবে না । হয়তো কারো কম বা কারো ক্ষেত্রে অধিক হারে প্রভাব ফেলতে পারে তাইএসব পিল সেবনের আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন।আসা করি বুঝতে পারছেন।

Talk Doctor Online in Bissoy App