শেয়ার করুন বন্ধুর সাথে

বিতর (وتر) শব্দটি আরবি। অর্থ হচ্ছে বিজোড়। এ নামাজ তিন রাকাআত বিধায় এটিকে বিতর বলা হয়। কেউ কেউ বিতরের নামাজ এক রাকাআতও পড়ে থাকেন। ইশার নামাজের পরপরই এ নামাজ পড়া ওয়াজিব। আর রমজান মাসে তারাবিহ নামাজ পড়ার পর জামাআতবদ্ধভাবে ইমামের সঙ্গে বিতর নামাজ পড়া যায়। বিতরের নামাজ পড়ার ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ তাগিদ দিয়ে বলেন, বিতরের নামাজ পড়া আবশ্যক। যে ব্যক্তি বিতর আদায় করবে না, আমাদের জামাআতের সাথে তাঁর কোনো সম্পর্ক নেই। (আবু দাউদ)

বিতর নামাজঅন্যান্য ফরজ নামাজের ন্যায় দুই রাকাআত নামাজ পড়ে প্রথম বৈঠকে বসে তাশাহহুদ পড়া। তারপর তৃতীয় রাকআত পড়ার জন্য উঠে সুরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সুরা বা আয়াত মিলানো। কিরাআত (সুরা বা অন্য আয়াত মিলানোর পর) শেষ করার পর তাকবির বলে দু’হাত কান পর্যন্ত উঠিয়ে তাকবিরে তাহরিমার মতো হাত বাঁধতে হয়। তারপর নিঃশব্দে দোয়া কুনুত পড়া। দোয়া কুনুত পড়ে পূর্বের ন্যায় রুকু, সিজদার পর শেষ তাশাহহুদ, দরূদ, দোয়া মাছুরা পড়ে ছালাম ফিরানোর মাধ্যমে বিতরের নামাজ সমাপ্ত করতে হয়।সতর্কতা- তৃতীয় রাকাআতে দোয়া কুনুত না পড়ে সিজদায় চলে গেলে নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে সাহু সিজদা করলেই চলবে। আবার ভুলে প্রথম বা দ্বিতীয় রাকাআতে দোয়া কুনুত পড়ে ফেললেও সাহু সিজদা দিতে হবে। সুতরাং বিতরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে নিয়মিত বিতরের নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বরাবর 

               মহাপরিচালক /বিভাগীয় প্রধান

               আর এফ এল লিমিটেড

               রংপুর

মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়ঃ পাঁচ দিনের নৈমত্তিক ছুটির জন্য আবেদন।

 

জনাব

 সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ মোক্তার হোসেন ছোটন অসুস্থ হয়ে পড়ার জন্য আগামী  ২৫/০৪/২০ ইং তারিখ হইতে ৩০/০৪/২০ ইং তারিখ পর্যন্ত কর্মস্থলে উপস্থিত হতে পারবো না বিধায় নৈমত্তিক ছুটির প্রয়োজন।

অতএব জনাবের নিকট বিনীত প্রার্থনা এই যে আমাকে উল্লেখিত ছয় দিনের ছুটি মঞ্জর সহ কর্মস্থল ত্যাগের অনুমতি দানে মর্জি হয়।

উল্লেখিত চলতি বছরে আমার ১০ দিন পাওনা আছে।

 

ছুটিকালীন ঠিকানাঃ                                                              নিবেদক

                                                                             সাক্ষরঃ ছোটন 

                                                                             নামঃ মোঃ মোক্তার হোসেন ছোটন

                                                                             পদবিঃ ম্যানেজার

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ