জ্বি যাবে। তবে উত্তম হলো রাতের নামাজকে বেজোড় করে দেওয়া। কিন্তু কোনো ব্যক্তি যদি এশার সালাতের সাথে সালাতুল বিতর আদায় করে নেওয়ার পর আবার যদি রাত জেগে থাকেন, তাহলে তিনি আবার তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। সেক্ষেত্রে বিতর দ্বিতীয়বার আর পড়তে হবে না। তবে উত্তম হলো তিনি যদি নিশ্চিত থাকেন যে, আমি ইনশা আল্লাহ শেষ রাতে নামাজ পড়ার জন্য উঠব, তাহলে নামাজকে বিতর দিয়ে বেজোড় করা। আর যদি যদি এশার সালাতের সাথে বিতর পড়ে থাকেন, তারপরও তাহাজ্জুদ পড়তে পারবেন, অসুবিধা নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জী কিছু কিছু আলেম ওলামা গন এর মন্তব্য অনুযায়ী বুঝা যায় যে বেতের সালাত রাতের শেষ সালাত। তবে যদিও কোন কারণে এশার সালাত এর সাথে বেতের সালাত আদায় করে পেলেন।তাহলে রাতের শেষ অংশে আপনি তাহাজ্জুদ এর সালাত আদায় করতে পারবেন। তবে তাহাজ্জুদ এর সালাত আগে পড়ে বেতের নামাজ পড়া টা রাসূল এর সুন্নত

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

০২/০৪/২০০৫

মিরপুর-১, ঢাকা  

 

আব্বাজান,

আমার সালাম নিবেন। আশা করি আপনি এবং বাসার সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। গত এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। নতুন বই কেনার জন্যে একহাজার টাকা প্রয়োজন। তাই আপনি অনুগ্রহ করে তাড়াতাড়ি টাকা পাঠাবার ব্যবস্থা করবেন।

আজ আর নয়। আপনি আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন ও মাকে আমার সালাম জানাবেন। 

 

ইতি

আপনার স্নেহের আরিফুল

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ