আলহামদুলিল্লাহ আমি এখন একজন মুমিন বলে মনে করি নিজেকে।২৪ বছর বয়স কিন্তু আমি কয়েক বছর আগে সালাত পড়তাম না বিশেষ দিনগুলা ব্যাতিত যেমন জুম্মা । এখন আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছি  সেখানে ভর্তি হয়েছি অনেক টাকা ঘুষ দিয়ে। ভর্তির দ্বিগুণ  এর বেশি টাকা দিয়ে।সেটা নামকরা প্রতিষ্ঠান বলে সেখানে ভর্তি করিয়েছে আমার পিতামাতা।কিন্তু অন্য বিকল্প প্রতিষ্ঠান ছিলো ভর্তি হওয়ার জন্য যদিও সেগুলো নামকরা নয়।কিন্তু আমার সে সময় কোনো ইসলামের জ্ঞান ছিলো না।তাই আমি কোনো বাধা দিতে পারি নাই।এখন আমার কি কিছু করণীয় আছে  এ বিষয়ে? 


শেয়ার করুন বন্ধুর সাথে