চৌধুরাণী ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় কতৃক আয়োজিত, আজকের এই বিদায়ী সমাবেশে উপস্থিত আমার শ্রদ্ধেও শিক্ষক মন্ডলি এবং অভিভাবক বৃন্দ, সকলের প্রতি আমার রইলো আমার সালাম।

আমি তখন  ছোট মোটামুটি সব কিছু মনে রাখতে পারি। বাবার হাত ধরে এই প্রতিষ্ঠানের আঙ্গিনায় আমার প্রথম পর্দাপণ। প্রথম দেখাই ভালোবেসে ফেলেছিলাম এই প্রতিষ্ঠানকে।

বাবা আমাকে প্রধান শিক্ষকের রুমে নিয়ে আসলেন। প্রধান শিক্ষক আমাকে অনেক আদর করেছিলেন। বাবা তাঁর সাথে আমার ভর্তির ব্যপারে কথা বললেন। প্রধান শিক্ষক অন্য একজন কে ডাকলেন এবং আমাকে প্রথম শ্রেণীতে ভর্তি করিয়ে নিতে বললেন।তিনি আমাকে ভর্তি করালেন।এবং আমাকে প্রথম শ্রেণীর  চকচকে বই উপহার দিলেন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। বাবার হাত ধরেই শুরু হয়ে গেল আমার স্কুল জীবন।

সেই দিনের কথা আমার এখনো মনে পড়ে। দেখতে দেখতে আজ স্কুলের শেষ দিনে পৌচ্ছে গেছি কখন বলতেই পারি না। 

আমাদের শিক্ষক মন্ডলি অনেক ভালো মনের মানুষ ছিলেন। তারা আমাদের আন্তরিকতার সাথে পড়িয়েছেন। শুধু পাঠ্য বই না তারা আমাদের শিক্ষিয়েছে কিভাবে জীবন পরিচালনা করতে হয়। কিভাবে মানুষকে সম্মান করতে হয়। আমদের শিক্ষক আমাদের শিখিয়েছেন ছোটদের আদর এবং বড়দের সম্মান করতে  হয়।

তাদের শেখানো দিক গুলো  আমাদের  চলের পাথেও। 

এই ছোট্ট চলার পথে  আমরা আপনাদের নানা ভবে কষ্ট দিয়েছি, বিরক্ত করেছি। আমরা ছোট মানুষ তাই ভুল করছি, কিন্তু আপনারা আমাদের শিক্ষক পিতার সমতুল্য, তাই আমাদের দোষ, ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টতে দেখবেন।

আমাদের জন্য দোয়া করবেন। যেন আপনাদের শেখানো জ্ঞান সারা বিশ্বে পৌছে দিয়ে আপনাদের নাম উজ্জ্বল করতে পারি ।

এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।

 

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে

মোঃ মোক্তার হোসেন ছোটন

শ্রেণীঃ পঞ্চম

রোলঃ ২

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ড. এ,কে আব্দুল মোমেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ