আমি একজনের wiifi চালাই, কিন্তু মালিক জানে না।   এতে কি আমার পাপ হবে?   

আমি চালানোতে মালিকের তো কোনো সমস্যা হচ্ছে না, 

কারণ আমি চালালেও যে বিল দিতে হবে, আমি না চালালেও একই বিল দিতে হবে।

 

[এই wifi এর দরুন আমি ইসলামিক আর্টিকেল পড়তে পারছি] :)


Share with your friends
Call

ওয়াইফাই পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখা যায় যা প্রাইভেট। এতে পাসওয়ার্ড ,না জেনে অন্য কেউ ব্যবহার করতে পারে না। যদি রাউটার এর মালিক পাসওয়ার্ড দিয়ে না রাখে তাহলে এটা পাবলিক বলে গণ্য হয় এবং সবাই ব্যবহার করতে পারে। যদি পাবলিক করা থাকে তাহলে পাপ হবে না। ,

Talk Doctor Online in Bissoy App
Call

পাপ হবে না কিন্তু আপনি যদি বাড়িওয়ালা কে বলে ব্যাবহার করেন তাহলে বাড়িওয়ালা কিছুই বলবে না তাই বাড়িওয়ালা কে না বলে ব্যবহার করার চাইতে বাড়িওয়ালা কে বলে ব্যবহার করা অনেক ভালো হবে বলে আমি মনে করি

Talk Doctor Online in Bissoy App
sohelmahmud

Call

হ্যাঁ আপনার এ কাজ পাপ বলে বিবেচিত হবে। কারণ কারো অনুমতি ব্যতীত কারো সম্পদ ব্যবহার করা ইসলামী শরীয়ত মতে হারাম। হাদীসে এসেছে, কারো সম্পদ তার অনুমতি ব্যতীত ব্যবহার বৈদ নয়।”

চাই এতে যার সম্পদ ব্যবহার করা হচ্ছে ক্ষতি কম হোক বা বেশি হোক। আশা করি বোঝেছেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App

Call

হ্যা।  কারণ এটা চুরি হয়

 

Talk Doctor Online in Bissoy App

হ্যা পাপ।আর অতিরিক্ত লোকজনের কানেক্ট থাকার কারনে তার  নেট স্লো কাজ করে।তিনি মাসিক বিল ঠিকমত দিয়ে স্লো নেট চালালে কি তার প্রতি কোন অন্যায় হচ্ছেনা। এটাইতো তার খতি।বিল একই নেট স্লো এভাবেই আপনি তার খতি সাধন করছেন স্যার।।।

Talk Doctor Online in Bissoy App
Tanvir

Call
Talk Doctor Online in Bissoy App
Call

হ্যা পাপ হবে

Talk Doctor Online in Bissoy App