Sumya Akter

Call

কখন প্রথম অবস্থায় গাভীন গরু কিনবেন না। বিক্রেতাদের ফটকাবাজী , দুই নাম্বারী সব গাভীন গরুকে নিয়ে। ফার্ম শুরু করা অবস্থায় অবশ্যই দুধের গরু এবং কিছু বকনা বাছুর মিলিয়ে কিনবেন। দুধের গরুর দুধ দেয়া বন্ধ হয়ে গেলে এরপর আবার দুধের গরু কিনবেন। একটা সাইকেল করে নিলে আপনার নিজের পকেট থেকে গরুর খাবার আর লেবার খরচ দিতে হবেনা। ৩-৪ বছর পর গরু দেখেই যেদিন বুঝে যাবেন কেমন জাত হবে,কেওন দুধ দিতে পারে তখন গাভীন গরু কিনবেন। নতুন থাকা অবস্থায় কখন গাভীন গরু দিয়ে ব্যবসা শুরু করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ