Sumya Akter

Call

গরুকে ছেড়ে পালতে পারলে সব থেকে ভালো। তবে যেখানে ছেড়ে রাখবেন সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোগ জীবানু মুক্ত হতে হবে। জায়গাটা ঘেরাও থাকলে সব থাকলে ভালো যেন মানুষ বা অন্য পশু পাখি না ঢুকতে পারে। আমরা অনেক শুনেছি ছেড়ে পালা গরু মাঠে চড়ে খাবার সময় বিষক্রিয়ায় মারা গেছে। সেক্ষেত্রে ঘেরাও করা জায়গা না থাকলে গোয়াল ঘরে বেধে পালন করাই ভালো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

গরুকে উন্মুক্ত ভাবে পালন করাই সর্বোত্তম ।আপনি হয়তো শহরের গরুগুলো দেখে থাকবেন ।এরা যেমন সাস্থবান তেমনি নাদুস-নুদুস । অন্যদিকে আবদ্ধ ভাবে থাকলে পরবর্তীতে গরু হাটতে পারে না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ