ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
sohelmahmud

Call

ইসলামী শরীয়তে রাসূল সা. এর আনুগত্যের পাশাপাশি সাহাবায়ে কেরামের আনুগত্যও বিধিত। অর্থাৎ তাদেরও অনুসরণ করা যায়।এ কারণে জুমার নামাযের দ্বিতীয় আজান দেওয়া প্রচলন রাসূল যুগে না থাকলেও উসমান গনী রা. এর যামানা থেকে এর উপর আমল চলে আসছে। এবং সে যামানায় থাকা কোন সাহাবী তার বিরোধীতা করেন নি। হাদীসে এসেছে-সায়েব বিন ইয়াযীদ রা. বলেন, জুমার দিন রাসূল সা., আবু বকর ও উমর রা. এর যুগে যখন ইমাম মিম্বরে বসতেন তখন প্রথম আযান দেওয়া হত৷ অতঃপর যখন মানুষের সংখ্যা বৃদ্ধি পেল তখন উসমান রা. যাওরাত(বাজারের এলাকায়) দ্বিতীয় আযান বৃদ্ধি করেন। -সহীহ বুখারী, হা. নং ৯১২, সুনানে তিরিমিযি, হা. নং ৫১৬। 

আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ