শেয়ার করুন বন্ধুর সাথে
Call

 সূর্যের কাছ থেকে আমরা যে আলো পাই তাতে রং থাকে সাতটা। রঙগুলো হলো বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল। রঙগুলোর সামনের অক্ষরগুলো মিলে হয় বেনীআসহকলা। তো, সূর্যের আলো যখন সাগরের জলে পড়ে তখন এই সব রঙই সাগরে পড়ে। আর সাগরের পানিতে যে কতকিছু আছে তা বলেই শেষ করা যাবে না। সাগরজলে মিশে থাকা নানা পদার্থ বিভিন্ন রঙকে নানা মাত্রায় শোষণ করে নেয়। যা শোষণ করতে পারে না তা বিকিরণ বা বিচ্ছুরণ করে। এই সাতটি রঙের মধ্যে নীলও একটি রং এবং এই রঙটি সাগরের পানি থেকে সবচেয়ে বেশি পরিমাণে বিকিরিত হয়। তাই সাগরের পানি নীল দেখায় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জর্জ ন্যাথানিয়েল কার্জন ছিলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ