Call

২০১৫

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সহবাস করার তেমন কোনো নিয়ম নাই। স্বাভাবিক প্রক্রিয়ায় স্ত্রীর যৌনি দিয়ে সহবাস করবেন। তাছাড়া আপনার ও স্ত্রীর শরীর অনুযায়ী যখন সাপ্তাহে ২-৩ বার সহবাস করবেন। আর স্ত্রীর মাসিক চলাকালিন সহবাস করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।

আসলে সহবাস/মিলনের নিয়ম একটাই যা প্রানি জগতে জীবদের জন্য পরিলক্ষিত,সেটি হলো নারী জাতী পুরুষ জাতীর নিচে থাকবে অর্থাৎ স্ত্রী স্বামীর/পুরুষের নিচে থাকবে।এই একটি মাত্র পন্থা।

তবে মানুষের ক্ষেত্রে স্ত্রী  মিলনের পজিশন অনেক রকমের রয়েছে, সেগুলোর মধ্যে হলো স্বামী স্ত্রী ডান/বাম পাশ হয়ে সুয়ে মিলন করা,স্ত্রীর উপর সুয়ে মিলন করা, বসে মিলন করা সহ অনেক অনেক রকমের মিলনের পজিশন রয়েছে । কিন্তু নিয়ম একটাই যেটা ইসলাম ধর্ম ও বৈজ্ঞানিক ক্ষেত্রে  হলো স্ত্রী স্বামীর নিচে থাকবে। এতে স্বামী স্ত্রী দুইজনেই তৃপ্তি পায় ও এই পদ্ধতিতে খুব সহজেই সন্তান জন্ম নেয়।

তবে যদি আপনি মিলনের পজিশন ব্যপারে জানতে চান তাহলে পরবর্তীতে প্রশ্ন করবেন চেস্টা করবো বুঝিয়ে দিতে।

আরহ্যা স্ত্রী মিন্স চলাকালীন, সন্তান ডেলিভারির প্রথম ৪৫ দিন মিলন করা যাবে না যা ইসলাম ধর্ম ও বৈজ্ঞানিক এর মতে নিশেধ রয়েছে।

আশা করি বুঝতে পারছেন।

বিস্ময়ের সাথেই থাকুন।

ধন্যবাদান্তে জামিয়ার রহমান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ