আগে যখন কম্পিউটারে 512 kbps নেট চালাতাম তখনও নেট অনেক স্পিড ছিল। অথচ আজকাল দশ বিশ Mbps যে লাইন গুলো নিচ্ছি সেগুলো তেমন স্পিড থাকে না। আসলেই কি এতো Mbps দেয় তারা??? এটা বুঝার উপায় কি?


Share with your friends
jaman

Call

Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো wireless fidelity। wi-fi হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কে প্রযুক্তি, যেটি তার বিহীন উচ্চ গতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গ কে ব্যবহার করে থাকে।এর ডেটা কমিউনিকেশন গতি খুবই কম এবং সিকিউরিটি ব্যবস্থা দুর্বল। এর ব্যন্ডউইথ 10Mbps-50 Mbps।ডেটা স্থানান্তর বেশ ধীরগতি সম্পন্ন।নিদিষ্ট এলাকা ছাড়া কভারেজ পাওয়া কঠিন।তাই এর নেট স্লো হয়।

Talk Doctor Online in Bissoy App