Jakir Hosen

Call

প্লেটো রচিত গ্রন্থাবলীর নাম ও বিষয়বস্তঃ

  • এপোলজি (Apology) এথেন্সের আদালতে সক্রেটিস কিভাবে আত্নপক্ষ সমর্থন করেন, এ গ্রন্থে প্লেটো তারই বর্ননা দিয়েছেন,
  • ক্রিটো (Crito) তে সক্রেটিসকে একজন বিশ্বস্ত রাজভক্ত হিসেবে দেখানো হয়েছে ;
  • ইউথ্রিফ্রনে (Euthyphron) ধর্মের প্রকৃতি,
  • ল্যচেস (Laches) এ সাহসিকতা,
  • আইয়নে (Ion) অনুধ্যানবিহীন সেনাপতি ও কবি ব্যক্তি সম্পর্কিত,
  • প্রোটাগোরাস (Protagoras) এ তার অযথার্থবাদ ও সক্রেটিসের যথার্থবাদের আলোচনা,
  • চারমাইডিসে (Charmydes) মিতাচার সম্পর্কে,
  • লাইসিসে (Lysis) বন্ধুত্ব সম্পর্কে,
  • রিপাবলিক (Republic) গ্রন্থে আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে,
  • জর্জিয়াসে (Gorgias) জ্ঞান ও শক্তির তুলনামূলক উৎকৃষ্টতা সম্বন্ধে,
  • মেনোতে (Meno) সত্যতা ও জ্ঞানের মাত্রাভেদ, সহজাত ও লৌকিক ধারণার প্রয়োগিক মূল্য সম্পর্কে,
  • ইউথিডেমাসে (Euthydemus) সোফিস্টদের ক্ষেত্রে সঠিক আদর্শগত মানদ- বিষয়ক,
  • ক্রেটিলাসে (Cratylus) ভাষাতত্ত্ব সম্পর্কে,
  • ফিডোতে (Phaedo) আত্মার অমরতা,
  • ফিড্রাসে (Phaedrus) তার্কিকদের বিচারের প্রতিবাদ,
  • থিয়্যাটিটাসে (Theaetetus) রাষ্ট্র ও দর্শন তথা ইন্দ্রিয়লব্ধ ও বৌদ্ধিক জ্ঞানের অসঙ্গতি সম্পর্কে,
  • পারমেনাইডিসে (Parmenides) সত্তা ও জগতের সম্পর্ক,
  • সোফিস্টে (Sophist) তাদের ইন্দ্রিয়লব্ধ বিচ্ছিন্ন জ্ঞানের অসারতা এবং সার্বিক প্রজ্ঞালব্ধ জ্ঞানের যৌক্তিকতা প্রদর্শিত হয়,
  • ফাইলিবাসে (Philebus) সুখ ও শুভের ধারণা,
  • টাইমীয়াসে (Timaeus) সৃষ্টিতত্ত্ব এবং
  • লজে (Laws) রিপাবলিকে স্বীয় মন্তব্যের আংশিক প্রত্যাহার এবং রাষ্ট্র ও আইন বিষয়ে মূল্যবান আলোচনা সংযোজিত হয়েছে। (তথ্যসূত্রঃ উইকিপিডিয়া)    
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ