শেয়ার করুন বন্ধুর সাথে

অর্থনৈতিক সাশ্রয়ের জন্য আমাদের দেশে অনেক স্থানে এ ধরনের স্ল্যাব ডিজাইন করা হয় । আর. সি. সি. স্ল্যাবের ক্ষেত্রে টেনসাইল রডকে সঠিক স্থানে ধরে রাখার জন্য যতটুকু কংক্রিটের প্রয়োজন, ঐ পরিমাণ কংক্রিট ছাড়া অন্য অংশ ফাঁকা রাখা যেতে পারে । আর এ ফাঁকা স্থানগুলো ইট দ্বারা পূর্ণ করা যেতে পারে । সাধারণত ধারাবাহিক আর. সি. সি. রিব তৈরি করে শূন্যস্থানগুলো ইট দ্বারা পূর্ণ করে স্ল্যাব তৈরি করা হয় । এ জাতিয় স্ল্যাবকে আর. বি. স্ল্যাব বলে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ