বাংলা ভাষায় সালাত এর পরিবর্তে সচরাচর 'নামাজ' শব্দটিই ব্যবহৃত হয়।
ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন মি.এন.বি হ্যালহেড।
যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার বর্ণমালা বলে।
বাডিং অযৌন জনন ইষ্টে সচরাচর দেখা যায়
কোষ রসে H+ আয়নের পরিবর্তে কোন k + আয়ন প্রবেশ করে
সালাত একবচন
সারা পৃথিবীতে মানুষ বাংলা ভাষায় কথা বলে প্রায় ২৫০ মিলিয়ন।
বাংলাদেশে সচরাচর ৬ নম্বরের হ্যান্ড পাম্প ব্যবহৃত হয়।
চা বাগানে সচরাচর ড্রিপ সেচ পদ্ধতি ব্যবহার করা হয় ।
বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয়, বিরাম চিহ্নের সংখ্যা ৪টি।
বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা ৪৩ টি
সরাসরি ভিডিও কলে বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিতে Bissoy অ্যাপ ডাউনলোড করুন