Call

নো-লোড অবস্থায় কারেন্টের পরিমান:

নো-লোড অবস্থায় ট্রান্সফরমারের প্রাইমারীতে কারেন্টের পরিমান খুব কম হয়ে থাকে কারন ট্রান্সফরমার ডিজাইন এর সময় এর উয়াইন্ডিং এ প্রয়োজনীয় সংখ্যক টার্ন দেওয়া হয়।    

এর ফলে উচ্চমানের ইন্ডাক্টিভ সার্কিটে পরিণত হয়। এমন অবস্থায় যখন ভোল্টেজ আরোপিত হয় তখন সেলফ ইন্ডাকশনের কারনে কাউন্টার ইএমএফ তৈরি হয় এবং কারেন্টকে সিমিত রাখে। এই কারনে নো-লোড অবস্থায় কারেন্টের পরিমান এত কম হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ