Call

বুদ্ধি - যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি, নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি, এই সকলের পার্থক্য নিশ্চিত হয়, তাকে 'সাত্ত্বিকী" বুদ্ধি বলা হয়। যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য প্রভৃতির পার্থক্য তাসম্যকরূপে স্থিরীকৃত হয় সেই বুদ্ধিকে রাজসিক বুদ্ধি বলা হয়।  
যে বুদ্ধি অজ্ঞান ও মােহাচ্ছন্ন হয়ে অধর্মকে ধর্ম বলে মনে করে এবং সবকিছু বিপরীত ভাবে বােঝে সেই প্রকার বুদ্ধিকে তামসিক বুদ্ধি বলে । ধৃতি- যে ধৃতি অব্যভিচারী যােগ দ্বারা মন, প্রাণ, ইন্দ্রিয় ও ক্রিয়া সকলকে ধারণ করে তাকে সাত্ত্বিক ধূতি বলে। যে ধৃতি ফল আকাক্সক্ষার সহিত ধর্ম,  
অর্থ ও কামকে ধারণ তাকে রাজসিক ধূতি বলে। যে ধৃতি স্বপ্ন, ভয়, শােক, বিষাদ, মদ ইত্যাদিকে ত্যাগ করে না সেই বুদ্ধিহীনা ধৃতিকে তামসিক ধৃতি বলা হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ