শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অ্যাড্রেসবার হল ওয়েব ব্রাউজারের উপরের অংশে থাকা একটি টেক্সট লেখার জায়গা যেখানে বর্তমান ওয়েব পেজের ইউআরএল(URL) প্রদর্শিত হয়,আর URL হোল অ্যাড্রেসবারের ভিতর যে লেখা গুলো থাকে তাকে URL বলা হয়। সহজ কথায় আপনি যদি এই সাইটটি ভিসিত করতে চান তাহলে আপনি অ্যাড্রেস বারে অবশ্যই লিখবেন http://ans.bissoy.com এটিই হচ্ছে URL অ্যাড্রেসবারে ইউজার ম্যানুয়েলি ইউআরএল বসাতে পারেন।যখন আমরা নতুন ওয়েবপেজ এ প্রবেশ করি তখন অ্যাড্রেসবারের ইউআরএলটি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। কোন একটি ওয়েবপেজের ইউআরএল দেখার জন্য অ্যাড্রেসবার লক্ষ করা হয়। যদি ইউজার কোন নির্দিষ্ট ওয়েবসাইট বা ওয়েবপেজে ভিজিট করতে চায় তাহলে অ্যাড্রেসবারে ওয়েব অ্যাড্রেসটি(URL) বসিয়ে এন্টার চাপ দিলে ব্রাউজারে ওয়েবপেজটি খুলবে। এছাড়া কী-বোর্ডের এফ সিক্স(F6) বাটন চেপেও অ্যাড্রেসবারে যাওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাকিব আল হাসানের স্ত্রীর নাম উম্মে আহম্মেদ শিশির।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
YousufAli

Call

URL= Uniform Resource Lacator.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ