শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সাত বছরের যুদ্ধ (১৭৫৬ - ১৭৬৩) ইউরোপের সবগুলো বড় শক্তিকেই যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করেছিল। এই যুদ্ধে ৯০০,০০০ থেকে ১,৪০০,০০০ জন মানুষ মারা গিয়েছিল। উল্লেখিত সময়কালের মধ্যে ইউরোপের মূলভূমি এবং উপনিবেশ, সকল স্থানেই ছোটবড় যুদ্ধ সংঘটিত হয়। ১৭৫৪ থেকে ১৭৬৩ সালের মধ্যে সংঘটিত পমেরানীয় যুদ্ধ এবং ফরাসি ও ইন্ডিয়ান যুদ্ধকেও এর অন্তর্ভুক্ত করা হয়। প্রুশিয়া, Electorate Brunswick-Lüneburg এবং যুক্তরাজ্যের (আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও আয়ারল্যান্ড সহ) সাথে যুদ্ধ বেধেছিল অস্ট্রিয়া, ফ্রান্স (আমেরিকায় ফরাসি উপনিবেশ এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ), রুশ সম্রাজ্য, সুইডেন এবং স্যাক্সনির। পরবর্তীতে পর্তুগাল ব্রিটেনের পক্ষে এবং স্পেন ফ্রান্সের পক্ষে যুদ্ধ জড়িয়ে পড়ে। এছাড়া ভারতে নেদারল্যান্ডের একটি নিরপেক্ষ বাহিনী আক্রমণের শিকার হয়েছিল।

 

 


 

সাত বছরের যুদ্ধ

Seven Years' War Collage.jpg


উপরের বাঁদিক থেকে clockwise : পলাশীর যুদ্ধ (২৩ জুন ১৭৫৭); ক্যারিলনের যুদ্ধ (৬ জুলাই ১৭৫৮); জর্নডর্ফের যুদ্ধ (২৫ আগস্ট ১৭৫৮); কুনার্সডর্ফের যুদ্ধ (১২ আগস্ট ১৯৫৯)

তারিখ

১৭ মে ১৭৫৬ – ১৫ ফেব্রুয়ারি ১৭৬৩
(৬ বছর, ৮ মাস, ৪ সপ্তাহ ও ১ দিন)অবস্থান

ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়াফলাফল

ব্রিটেন-প্রাশিয়া-পর্তুগাল শিবিরের জয়[১]

ইউরোপে Status quo ante bellum ----

গ্রেট ব্রিটেন
 

Hanover
টেমপ্লেট:দেশের উপাত্ত Kingdom of Prussia
 

পর্তুগাল (১৭৬২ থেকে)
 

Flag of the Princes of Brazil.svg

Brunswick-Wolfenbüttel
 

হেসে-কেসেল
 

Schaumburg-Lippe
Iroquois

ফ্রান্স

Abenaki
 

পবিত্র রোম সাম্রাজ্য:
 

Flag of the Habsburg Monarchy.svg

রাশিয়া (১৭৬২ পর্যন্ত)
 

স্প্যানিশ সাম্রাজ্য

(from 1762)
 

সুইডিশ সাম্রাজ্য (1757–62)
 

মোগল সাম্রাজ্য (from 1757)
 

গ্রেট ব্রিটেনের রাজত্ব
হ্যানভার প্রদেশ

২য় জর্জ (personal union) (until ১৭৬০)
 

গ্রেট ব্রিটেনের রাজত্ব
হ্যানভার প্রদেশ

৩য় জর্জ (personal union) (from ১৭৬০)
 

গ্রেট ব্রিটেনের রাজত্ব

উইলিয়াম পিট
 

প্রুশিয়া রাজ্য

২য় ফ্রেডরিক

ফরাসি রাজত্ব

 ১৫তম লুইস
 

ফরাসি রাজত্ব

Duc de Choiseul
 

হাবসবুর্গ রাজতন্ত্র

মারিয়া থেরেসা
 

হাবসবুর্গ রাজতন্ত্র

ভেঞ্জেল অ্যান্তন ভন কাওনিজ
 

রুশ সাম্রাজ্য

এলিজাবেথ (until ১৭৬২)
 

রুশ সাম্রাজ্য

৩য় পিটার (১৭৬২)
 

স্পেন

৩য় চার্লসহতাহত ও ক্ষয়ক্ষতি

গ্রেট ব্রিটেনের রাজত্ব

 ১৬০,০০০ মৃত[২]
 

প্রুশিয়া রাজ্য

১,৮০,০০০ মৃত
৮০,০০০ আহত[৩]
33,000 নাগরিকের হত্যা করা হয়েছে[৪]

ফরাসি রাজত্ব

৩,৫০,০০০+[৩]

ফরাসী দের[দেখান]

হাবসবুর্গ রাজতন্ত্র

৩৭৩,৫৮৮[৩]

হ্যাবসবার্গ দের[

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ