শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মুদ্রাবাজার : দেশের আর্থিক লেনদেন পরিচালনার জন্য যেসব ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি ঋণ হিসেবে অর্থের লেনদেনের কার্যক্রম যে বাজারে হয়ে থাকে, তাদের সমষ্টিকে মুদ্রাবাজার বলে। অর্থনীতিবিদ ক্রাউথারের মতে, 'বিভিন্ন ফার্ম ও প্রতিষ্ঠান, যারা প্রায় মুদ্রা নিয়ে লেনদেন করে, তাদের সুসংবদ্ধ রূপকেই মুদ্রাবাজার বলে।' সুতরাং বিনিয়োগযোগ্য স্বল্পমেয়াদি ঋণদানকারী এবং ঋণগ্রহণকারী সব প্রতিষ্ঠানই মুদ্রাবাজারের সদস্য।মূলধন বাজার : মূলধন বাজার বলতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোকে বোঝায়, যা দীর্ঘকালীন ঋণ তহবিলের কারবার পরিচালনা করে। মূলধন বাজারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি ঋণের লেনদেনের কাজ করে থাকে। অর্থনীতিবিদ ডাডলি জি. লাকেটের মতে, 'মূলধন বাজার দীর্ঘমেয়াদি ঋণের যে কোনো লেনদেনকে সম্পৃক্ত করে।' এসএ মিনাইয়ের মতে, 'মূলধন বাজার দীর্ঘমেয়াদি সম্পদ ও বন্ধকীপত্রের মতো মূলধন তহবিলের সংগ্রহ ও সংগ্রহকারীদের নিয়ে গঠিত বাজার।' বীমা প্রতিষ্ঠান, বিনিয়োগ ট্রাস্ট, শিল্প ব্যাংক, পুঁজি বিনিয়োগ সংস্থা, স্টক এক্সচেঞ্জ প্রভৃতি মূলধন বাজারের সংগঠনকারী প্রতিষ্ঠান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ