রাতে ঘাস, গাছপালা ইত্যাদির ওপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে। বায়ু যখন ঠাণ্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে, তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠাণ্ডা হয়ে পানির ফোঁটা হিসেবে জমা হয়। বাতাসের জলীয় বাষ্প ঠাণ্ডা হয়ে পানিতে পরিণত হয়। বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। শীতকালে পরিবেশের তাপমাত্রা গরমকালের চেয়ে কম থাকে। রাতে শীতল বা কম তাপমাত্রার কারণে বাতাসের জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ঘনীভবন প্রক্রিয়ায় শিশির হিসেবে পানি কণায় পরিণত হয়।

অপরদিকে গ্লাসে বরফ রাখলে গ্লাসটি বরফের সংস্পর্শে ঠাণ্ডা হয়। এ ঠাণ্ডা গ্লাসের সংস্পর্শে বাতাসের জলীয় বাষ্প এলে তাও শিশিরের মতো ঘনীভবন প্রক্রিয়ায় ঘনীভূত হয়ে পানি কণায় পরিণত হয়। পানি কণা দ্বারা গ্লাসটি ভিজে যায়।

সুতরাং, ঠাণ্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশিরকণা উভয়েই ঘনীভবনের ফলে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানি কণায় পরিণত হয়েছে। শিশির এবং ঠাণ্ডা গ্লাসের বাইরের পানি কণা উভয়েই বাতাসের জলীয় বাষ্প। তাই এরা একই রকম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ