Share

3 টি উত্তর

হ্যাঁ, রম্বসকেও সামান্তরিক বলা যাবে। কেননা এর বিপরীত বাহুদ্বয় সমান দূরত্বে থাকে।
না। রম্বস সামান্তরিক নয়। রম্বসের চার বাহুর দৈর্ঘ্য সমান ও সমান্তরাল এবং বিপরীত কোন গুলো সমান। অন্যদিকে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান(চার বাহুর দৈর্ঘ সমান নয়)।  বিপরীত কোনগুলো সমান(রম্বসের মত)
"যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল ,তা সামান্তরিক।"                           ( তথ্যসূত্র-গনিত বোর্ড বই ২০১৮, পেজ নং ১২৫, অষ্টম অধ্যায়ঃ চতুর্ভুজ ) আমরা জানি,রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং এর প্রতিটি বাহু পরস্পর সমান । অর্থাৎ রম্বস সামান্তরিক হবার সমস্ত শর্ত মেনে চলে । তাই রম্বস এক প্রকার সামান্তরিক ।

সাম্প্রতিক প্রশ্নসমূহ