1 Answer

 (144 পয়েন্ট) 

উত্তরের সময় 

ফরজ হলো আল্লাহর হুকুম।ফরজ নামাজ বিনা ওজরে ছাডলে সে ব্যাক্তি কাফের হয়ে যাবে।আর সুন্নত হলো রাসূল(সঃ)এর পডা নামাজ।এই নামাজ না পডলে রাসূল(সঃ)এর আনুগত্য করা হবেনা।আর ওয়াজিব হলো ফরজের কাছাকাছি হুকুম।এটাও ফরজের মতো মানতে হবে।আর নফল নামাজ পডলে সওয়াব হবে,না পডলে গুনাহ্ নাই।||রাসূল (সঃ)বলেন-মান তারাকাস সলতা মুতাআম্মিদান ফাকদ কাফার,অর্থ,যে ব্যাক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে যেন কাফের হয়ে গেল।(সহিহ হাদীস)
সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...