'Time & tide wait for none (সময় ও স্রোত কারো জন‍্য অপেক্ষা করে না)' কথাটির অর্থ কী?

'Time & tide wait for none (সময় ও স্রোত কারো জন‍্য অপেক্ষা করে না)' কথাটির অর্থ কী?
বিভাগ: 
Share

3 টি উত্তর

সময় পাল্টায়, জীবন বদলে যায়, মানুষের অবস্থারও পরিবর্তন ঘটে। অতীত জীবনের পার হওয়া সময়গুলোই মানুষের কাছে একসময় স্মৃতি হিসেবে ধরা দেয়। ক্ষণিকের এ জীবন পর মুহূর্তেই হয়ে যায় স্মৃতি। সময়ের সাথে কাধে কাধ মিলিয়ে এগিয়ে চলে আমাদের জীবন। এজন্য বলা হয়েছে যে, "সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।" সময় যায় মুহূর্তের মধ্যে, আর স্রোত যায় নদীর প্রবাহের আলোড়নের মধ্যে।
মানে সময় এবং স্রোত নিজের ইচ্ছামতো চলতে থাকে। আপনি চাইলে তা আটকাতে পারবেন না। এই প্রবাদ দ্বারা এটাই বোঝা যায় যে, অতীত একবার চলে গেলে তা কখনও পুনঃরায় ফিরে আসেনা। আমাদের সময়ের যথাযত ব্যবহার করতে হবে কেননা তা তো আবার ফিরে পাওয়া যাবে না।
সময় প্রবহমান ।হারানো সাস্থ্য ধন-সম্পদ ফিরে পাওয়া যায়;কিন্তু সময়কে নয় ।তাই গত সময়ের জন্য হাহাকার নিস্ফল ।

সাম্প্রতিক প্রশ্নসমূহ