2 Answers

 (7407 পয়েন্ট) 

উত্তরের সময় 

নামজ হবে, তবে সবসময় চেষ্টা করতে হবে নামাজের প্রতি দৃষ্টি ও মনোযোগ ফিরানোর। কেননা আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এরশাদ করেছেন, "অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, যারা নিজদের সালাতে অমনোযোগী ও যারা লোক দেখানোর জন্য তা করে।" (সুরা মাউন, আয়াত নং ৪-৬)। এখানে নামাজে অমনোযোগী বা উদাসীন বলতে ঐ সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে, যারা মোটেই নামাজ পড়ে না অথবা প্রথম দিকে পড়ত, অতঃপর তাদের মধ্যে অলসতা এসে পড়েছে অথবা নামাজ যথাসময়ে আদায় করে না, বরং যখন মন চায় তখন পড়ে নেয় অথবা দেরী করে আদায় করতে অভ্যাসী কিংবা বিনয়ের সাথে নামাজ পড়ে না ইত্যাদি। এর থেকে নিজের মনকে সবসময় বিরত রাখতে হবে।
 (508 পয়েন্ট) 

উত্তরের সময় 

নামাজ হবে।মনতো আর বেধে রাখা যায় না তবে সব সময় খেয়াল রাখতে হবে যাতে নামাজে মনোযোগ রাখতে হবে।আপনাকে চেষ্টা করতে হবে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।তাই আপনার নামাজ হবে
সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...