1 Answer

 (6179 পয়েন্ট) Girl with short hair

উত্তরের সময় 

পৃথিবী শুরুতে ছিল জ্বলন্ত গ্যাসপিন্ড। এতে সামান্য পানির ছোঁয়া পেলেই তা হয়ে যেত বাষ্প। কয়েক হাজার বছর ধরে এই জ্বলন্ত পৃথিবী ঠাণ্ডা হওয়ার পর সেই বাষ্পগুলোও ঠাণ্ডা হয় এবং মেঘ হয়ে যায়। সেই মেঘ থেকে হয় বৃষ্টি যার ফলে নদী, সমুদ্র দেখা দিতে থাকে। এই বৃষ্টির পানি পৃথিবীর রুক্ষ স্তরকে ধুয়ে মুছে পুরোপুরি পলি মাটিতে পরিণত করল এবং সেগুলো পরপর জুতে লাগল। এই পলিমাটি জমে জমে তৈরি হলো পাহাড় যার ওপর ধীরে ধীরে গাছের জন্ম হলো। মূলত অ্যামিবা জাতিরই একত্রিত রূপ একসময় পানির নিচে শ্যাওলার মত উদ্ভিদে পরিণত হয় যা থেকে বিবর্তনে আস্তে আস্তে গাছের রূপ নেয়। এসব কিছু হিসাব করে বলা যায় পৃথিবী ঠাণ্ডা হতে লেগেছিল ২-৩ হাজার বছরের মত। আর ঠাণ্ডা পৃথিবীতে উদ্ভিদের জন্ম নিতে লেগেছ প্রায় ৪-৫শ বছর। অর্থাৎ পৃথিবীর জন্মের আড়াই-তিন হাজার বছর পর গাছপালা জন্ম নেয়।  পৃথিবীর বয়স হচ্ছে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর। তাই গাছপালার অস্তিত্বের সঠিক সময় বলা সম্ভব হবে না।
সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...