2 Answers

 (8622 পয়েন্ট) 

উত্তরের সময় 

বিলে পন্যের বিবরন, দাম, গ্যারান্টিসহ সকল শর্ত উল্লেখ থাকে আর চালান পন্য সরবরাহের সময় দেয়া হয় যেখানে শুধু পন্যের বিবরন উল্লেখ থাকে।
 (2117 পয়েন্ট) 

উত্তরের সময় 

বিল হলো পণ্য ক্রয়ের জন্য ক্রেতাকে দেওয়া একটি বিবরণী যেখানে পণ্যের বিবরণ,পরিমাণ,মোট মূল্য,কমিশন ও ডিসকাউন্টসহ বিভিন্ন শর্ত উল্লেখ থাকে।সহজ কথায়,নগদ টাকায় পণ্য বিক্রয় করলে বিক্রেতা ক্রেতাকে এটি দিয়ে থাকে।নগদ টাকার ক্ষেত্রে বিল প্রস্তুত করা হয়। অন্যদিকে,বিল প্রস্তুত করতে চালানের দরকার হয়।বাকিতে পণ্য বিক্রয় করে বিক্রেতা পণ্যের শ্রেণী,ধরন,কত দিনের মধ্যে অবশ্যই পণ্যের মূল্য পরিশোধ করতে হবে এরূপ শর্ত লিখে ক্রেতাকে যে বিবরণী দেয়,সেটি চালান।বাকি টাকার ক্ষেত্রে চালান প্রস্তুত করা হয়।
সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...