1 Answer

 (4211 পয়েন্ট) 

উত্তরের সময় 

কথাটি রাক্ষস নামক কাল্পনিক ভয়ঙ্কর জন্তুর বলে আমরা জেনে আসছি। যদিও কাল্পনিক; কিন্তু আমরা সেগুলোর চর্চা এত বেশি করি যে তা আমাদের কাছে বাস্তবের মতো। এটা ছোট বয়স থেকেই বিভিন্ন জনের কাছ থেকে গল্পের ছলে শোনা হয় এজন্য এর একটা ভয় ছোট সময় থেকেই মানুষের মনে গেঁথে যায়। এজন্য ভূতুড়ে মনে হয়।
সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...