1 Answer

 (818 পয়েন্ট) 

উত্তরের সময় 

১. প্রেম,একবার এসেছিল নীরবে। ২. তোমমার সাথে তার বেশ প্রীতি সম্পর্ক রয়েছে। ৩.কি লাভ! শুধু টাকার পিছে দৌঁড়ে? ৪.সন্তানের প্রতি মার ভালবাসার তুলনাই নেই। ৫. ছেলেটির মুখটি যেন মায়ায় ভরা। ৬. একটি বোনের প্রতি ভাইয়ের মমতা কতটুকু তা ভাষায় বলা অসম্ভব। ৭.বেশি আদর সন্তানদের নষ্ট করে তোলে। ৮. ছোটদের স্নেহ করা আমাদের মানবিক দায়িত্ব। ৯. স্বামী - স্ত্রী উভয়েরই উচিৎ পরস্পরের সাথে সোহাগভরে কথা বলা, এতে সংসারে শান্তি থাকে। ১০.নাড়ির টানে প্রতি বছর শহরের শত শত মানুষ ঈদে গ্রামের বাড়ি যায়।
সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...