6 Answers

 (387 পয়েন্ট) 

উত্তরের সময় 

এর অর্থ হলোঃ পৃথিবীর মানুষকে যত ভালোভাবে খাবার রান্য করে খাওয়াবেন তবুও তারা কোনো না কোনো ভাবে ত্রুটি বের করবেই!
 (4211 পয়েন্ট) 

উত্তরের সময় 

কথাটির অর্থ হলো, হয়তো সে আপনাকে অতিরিক্ত ভালোবাসে অথবা সে উপর উপর ভালোবাসে কিন্তু প্রকৃতপক্ষে সে আপনাকে ঘৃণা করে।
 (4521 পয়েন্ট) 

উত্তরের সময় 

এর অর্থ হলোঃ এমন কিছু মানুষ আছে, যাদের আপনি সবচেয়ে প্রিয়জিনিস উৎসর্গ করলেও, আপনার কিছু ত্রুটি ধরবে।
 (12508 পয়েন্ট) জ্ঞান অন্বেষনে তৃষ্ণার্ত! জ্ঞানের জন্য জ্ঞানকে ভালোবাসি, জ্ঞানের জন্যই সাধনা-সিদ্ধির প্রচেষ্টা করি।

উত্তরের সময় 

পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, যাদেরকে নিজের কলিজা রান্না করে খাওয়ালেও তারা বলবে লবণ কম হয়েছে কথাটির অর্থ এমন বহন করে যে, নিজের কলিজা অন্যকে রান্না করে খাওয়ালেন অথচ তার বলা উচিত ছিল আমার জন্য আপনার নিজের জীবন কেন বিপন্ন করলেন। অথচ তিনি বললেন আরেকটু লবণ হলে কলিজা তৃপ্তি সহকারে খাওয়া যেত। এখানে তিনি পাষান্ড ভাবে কথাটি বললেন যে লবণ কম হয়েছে। কথাটির অর্থ এই যে অন্যের জন্য নিজের জীবন শেষ করলেও তারা খুশি হয়না তারা ত্রুটি বের করবেই। বা তাদের মন পাওয়া যায়না।
 (3061 পয়েন্ট) 

উত্তরের সময় 

এর অর্থ হলো পৃথীবিতে এমন অনেক মানুষ আছে যাদেরকে প্রাণ ভরে দিলেও তারা সেটাতে কোন না কোনভাবে ভুল ধরবে ।
 (4505 পয়েন্ট) 

উত্তরের সময় 

কথাটির অর্থঃ যত ভালো কাজেই করুন না কেন। কিছু মানুষের কাছে সেই কাজটি খারাপ লাগবে। তারা কোনো ভাবেই কাজটিকে ভালো চোখে দেখবে না।
সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...