1 Answer

 (12503 পয়েন্ট) জ্ঞান অন্বেষনে তৃষ্ণার্ত! জ্ঞানের জন্য জ্ঞানকে ভালোবাসি, জ্ঞানের জন্যই সাধনা-সিদ্ধির প্রচেষ্টা করি।

উত্তরের সময় 

বিস্ময়ে আমার আপনার অনেক সদস্যের প্রশ্ন ও উত্তর অনুমোদনের অপেক্ষায় থাকে।


বিশেষ করে কয়েকটি বিভাগের প্রশ্ন সমূহে উত্তর দিলে যেমনঃ ধর্ম ও আধ্যত্মিক বিশ্বাস, যৌন, সাস্থ্য ও চিকিৎসা বিভাগ সমূহের উত্তর অনুমোদনের অপেক্ষায় থাকে। কারণ এইসব বিভাগে যদি কোনোক্রমে ভুল উত্তর চলে আসে তাহলে মানুষ বিপদের সম্মুখীন হয়ে যাবে, মানুষকে নানা বিভ্রান্তিতে পড়তে হবে, যাতে এসব সমস্যা না হয় সেজন্যই এসব বিভাগের উত্তর অনুমোদনের অপেক্ষায় থাকে। 


তাই বানান ঠিক রেখে সঠিক প্রশ্ন এবং মানসম্মত উওর দিন একসময় অনুমোদন পাবেই। এ নিয়ে চিন্তিত হবেন না।


সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...