3 Answers

 (22 পয়েন্ট) 

উত্তরের সময় 

আওয়াম শব্দের অর্থ জনতা আর লীগ অর্থ দল অর্থ্যাৎ আওয়ামীলীগ অর্থ জনতার দল। 
 (8622 পয়েন্ট) 

উত্তরের সময় 

আওয়াম=জনতা বা দেশ, লীগ=দল মানে জনতার দল। এটা ঊর্দু শব্দ।
 (4899 পয়েন্ট) 

উত্তরের সময় 

১। আওয়ামী শব্দটা এসেছে আরবী আম্মাতুন (عامة) শব্দ থেকে। এ আম্মাহ শব্দের বহুবচন হলো আওয়াম্মুন (عوام)। আরবী বহুবাচনিক এ আওয়াম্ম শব্দের শেষে সম্বন্ধসূচক আরবী বর্ণ ইয়া সংযুক্ত হয়ে আওয়াম্মী শব্দটি গঠিত হয়েছে। আম্মাহ অর্থ সাধারণ মানুষ, জনসাধারণ। সুতরাং আওয়ম্মী অর্থ হলো জনসাধারণ সংশ্লিষ্ট, জনসাধারণ সম্পর্কিত। এ আওয়াম্মী শব্দেরই প্রচলিত রূপ হলো আওয়ামী। আওয়ামী এটা শব্দটির মূলানুগ শুদ্ধ উচ্চারণ নয়। মূলানুগ শুদ্ধ উচ্চারণ হলো আওয়াম্মী।

২। লীগ (league) হলো ইংলিশ শব্দ। এর দুটি অর্থ রয়েছে। ১। দূরত্বের মাপবিশেষ ২। পারস্পরিক কল্যাণ সাধনের জন্য বিভিন্ন ব্যক্তি, গোত্র বা জাতির সমন্বয়ে গড়ে ওঠা সংঘ বা সংগঠন। সুতরাং আওয়ামী লীগ অর্থ হলো জনসাধারণ সংশ্লিষ্ট সংগঠন বা সংঘ।

৩। প্রথমে এর নাম ছিলো মুসলিম লীগ। এরপর হয় আওয়ামী মুসলিম লীগ। বর্তমান আওয়ামী লীগ।
সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...