Share

2 টি উত্তর

দ্বিতীয় দলটা বাংলাদেশ নয় ঐটা ইংল্যান্ড।আর এখানে অসম্ভবের তো কিছুই দেখছিনা।র্যাংকিংয়ের ১ নাম্বর দলকে ৫ নাম্বার দল ইনিংস ব্যবধানে হারিয়েছে।এটা স্বাভাবিক,কারণ এটা টেস্ট ম্যাচ।টেস্ট খেলায় যে দল ভাল খেলে সে দলই জিতে।খেলাটা আমি যখন টিভিতে দেখেছি তখন একবারও মনে হয় নি ভারত এক নাম্বার দল।ইংল্যান্ড তাদের সামর্থ দিয়েই জিতেছে।এটা কোন অঘটন নয়।
কিসের কথা বলছেন কিছুই তো বুঝি নাই.,,,

সাম্প্রতিক প্রশ্নসমূহ