বিকাশ এবং রকেট এর মধ্যে সবদিক বিবেচনা করে ''রকেট'' কে এগিয়ে রাখবো।
কারণঃ- দশ হাজার টাকা ব্যাংক এর মাধ্যমে এটি,এম ফ্রি প্রডাক্টে ক্যাশ ইন করলে মাত্র দশ টাকা খরচ হয়। যা বুথ থেকে উঠাতে কোন খরচের প্রয়োজন হয়না।
এজেন্ট হতে এক হাজার টাকা ক্যাশ আউট করলে প্রায় দশ টাকা খরচ হয়।
যারা রকেট থেকে ফ্লেক্সিলোড করেন তাদের জন্য ''ক্যাশ ইন'' ফ্রি প্রডাক্ট অনেক ভাল। এজেন্ট হতে এক হাজার টাকা ক্যাশ ইন করলে একাউন্টে এক হাজার টাকাই আসবে।
রকেট এর যেখানে সেখানেই এটি,এম বুথ যা সমস্যা সমাধানে পাশে রয়েছে। বিকাশে এই সুবিধা গুলি নেই।
Sabirul Islam
জ্ঞান অন্বেষনে তৃষ্ণার্ত! জ্ঞানের জন্য জ্ঞানকে ভালোবাসি, জ্ঞানের জন্যই সাধনা-সিদ্ধির প্রচেষ্টা করি। অভূতপূর্ব সংগ্রামের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর সাফল্যে সর্বদা অগ্রগামী।