1 Answer

 (6179 পয়েন্ট) Girl with short hair

উত্তরের সময় 

কথাটি খুবই সহজ। ১+১=১ অর্থ হলো দুজনে মিলে এক।  বিয়ের পর দুজনের ভালোবাসা এতটাই গভীর হওয়া উচিৎ যে দুজনকে যেন আলাদা মানুষ হিসেবে বিবেচনা করতে না হয়। দুজনে মিলে যেন একজন মানুষ হয়ে উঠে।  দুজনে মিলে একজন মানুষ বলতে একে অপরের পছন্দ-অপছন্দয মনের কথা, ইচ্ছা, শখ যেন না বলতেই বুঝে যাওয়া হয় এমন অবস্থা। যাকে আমরা বলি আদর্শ বেটার হাফ।
সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...