Share

3 টি উত্তর

একটি ইঞ্জিনিয়ার যেমন -একটি বাড়ি তৈরি করার সনয় সুন্দর্য বুঝে তৈরি করেন। তেমনি আল্লাহ তালা সুন্দর্য বুঝেই এমন বানিয়েছেন। আবার একটি জাহাযের যত সুন্দর্য দরকার সমস্ত এক ইঞ্জিনিয়ার সেই সুন্দর্য নিজের মন থেকে ফুটিয়ে তুলে এবং সেই ভাবে কাজ করে।যদি এমন হতো আমাদের হাতের তালু যদি না থাকতো। তবে কি হতো? ঠিক সেইরকম আল্লাহ সুন্দর্য বুঝেই সব তৈরি করেছেন ।
বাঁশ গাছ চিকন এবং অনেক লম্বা হয়। এবং কি বাশ গাছের মূল খুবই নরম যা মাটির গভীরে প্রবেশ করে না। এছাড়াও বাঁশ গাছ চিকন হওয়াতে বাঁশগাছের এত উচ্চতা হয় যে বাঁশ গাছ তার ভার সামলাতে অক্ষম হয়ে পড়ে। যার ফলে বাঁশ গাছ ধিরে ধিরে সময়ের পরিবর্তনে এটা নুয়ে পড়ে।
কাষ্ঠল চিরহরিৎ উদ্ভিদ বাঁশ আসলে ঘাস পরিবারের সদস্য। ছোট অবস্হায় বাশগুলো সোজা থাকে কিন্ত যখন বড় হয়ে পাতা জন্মায় তখন আস্তে আস্তে ঢলে পড়ে। নিজের অগ্রভাগের পাতার ভার সইবার ক্ষমতা না থাকার কারনে অন্যের উপড়ে হামাগুড়ি দিয়ে পড়ে।

সাম্প্রতিক প্রশ্নসমূহ