3 Answers

 (240 পয়েন্ট) 

উত্তরের সময় 

কাকার পুরো নাম হলো:রিকার্দো আইজেকসন দস সাঁন্তুস লেইতি।তিনি ইশ্বরে বিশ্বাসী এবং নিয়মিত ধর্মচর্চা করেন।তাই মূলত তাঁকে ধার্মিক ফুটবলার বলা হয়।
 (1053 পয়েন্ট) 

উত্তরের সময় 

'রিকার্দো আইজেকসন দস সাঁন্তুস লেইতি হচ্ছে কাকার পুরো নাম। তিনি একজন ভালো ফুটবলার কিন্তু ধার্মিকতা  সম্মনদে বেশী কিছু জানি না।
 (1532 পয়েন্ট) মালিকি মাযহাব

উত্তরের সময় 

পুরো নাম রিকার্দো আইজেকসন দস সাঁন্তুস লেইতি। তাঁর নাম, কাকা একটি ভাইয়ের কাছ থেকে এসেছিল বলে মনে করা হয়, যিনি তাকে তার সঠিক নামটি - রিকার্ডো বলতে অক্ষমতার কারণে ডাকতে শুরু করেছিলেন। ... কাকা যদিও সুস্থ হয়ে উঠলেন, এবং এটি এমন একটি বিষয় যা গভীরভাবে ধর্মীয় ব্রাজিলিয়ান ঈশ্বরের সাহায্যের জন্য রেখেছিল। তাই হয়তোবা।

উইকিপিডিয়া ও গুগল সার্চ।

সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...