3 Answers

 (389 পয়েন্ট) 

উত্তরের সময় 

যিশু খ্রিস্ট কখনই নিজেকে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র দাবি করেন নি।
 (1278 পয়েন্ট) 

উত্তরের সময় 

না তিনি নিজেকে কখনো  ঈশ্বর বা ঈশ্বরের পুত্র বলে দাবি করেননি।

বাইবেল এবং কোরআন মতে যিশুখ্রিষ্ট বা ঈশা (আঃ)

হলেন ঈশ্বর প্রেরিত একজন আল্লাহর বান্দা,  তবে ঈশ্বর

বা ঈশ্বের পুত্র নন। 

তিনি নিজেকে কখনোই ঈশ্বর বলে দাবি করেন নি, তিনি

ছিলেন একজন মুসলিম। সৃষ্টিকর্তার প্রেরিত একজন নবী।

বাইবেল থেকে রেফারেন্স / দলিল সমূহ :

  • গসতল অফ জন  অধ্যায় নং:  ৫, অনুচ্ছেদ ৩০
আমি নিজে নিজেই কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি।
  • ভুক অফ অ্যাক্স, অধ্যায় নং : ২, অনুচ্ছেদ : ২২
হে ইসরাইল গণ,  শোনো এই নাযাতের যিশু ঈশ্বর মনোনিত ব্যাক্তি তোমাদের মধ্যে হতে,  বিস্ময় ও মজাদার নির্দশন সহ যা ঈশ্বর তাকে দিয়ে করায় তোমরা তার স্বাক্ষী। 
 (157 পয়েন্ট) 

উত্তরের সময় 

না তিনি কখনো নিজেকে ঈশ্বর বলেননি বা ঈশ্বরের পুত্র হিসাবে দাবী করিনি ।। তিনি অলৌকিক ভাবে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু নিজেকে ঈশ্বর বলেননি।তিনি ঈশ্বরের একজন দূত ছিলেন আর একমাত্র ঈশ্বরের উপাসনা করতে বলেছেন ।
সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...