2 Answers

 (110 পয়েন্ট) 

উত্তরের সময় 

প্রায় চার’শ কোটি বছর আগে বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন অস্থিতিশীল ছিল। ফলে সূর্য থেকে আরো দূরের প্লুটোর আকারের বস্তুদের বেগ ও গ্রহদের মহাকর্ষীয় আকর্ষণের পরিবর্তন হয় বলে ধারণা করা হয়। এই বস্তুরা তখন সৌরজগতের আরো ভেতরে এসে গ্রহদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।ফলে ধীরে ধীরে এসব বলয়ে পরিনত হয়। জাপানের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির গবেষকরা সুপার কম্পিউটার ব্যবহার করে এ ঘটনার মডেল তৈরি করেছেন। এতে মনে হয়েছে, যেসব সেসব সংঘর্ষে সৃষ্টি ধ্বংসাবশেষগুলো বড় গ্রহরা নিজেদের দিকে টেনে তাদের কক্ষপথে স্থান করে দেয়। সংঘর্ষ অব্যহত থাকলে নতুন খন্ড এসে জমা হয় আগেরগুলোর আশেপাশে। এভাবেই ধীরে ধীরে তৈরি হয় বলয় গ্রুপ।ইউরেনাসের বলয় শনি গ্রহ থেকে অপেক্ষাকৃত হালকা।
 (1905 পয়েন্ট) 

উত্তরের সময় 

ইউরেনাস গ্রহের বলয় নেই। তবে,শনি গ্রহের যে বলয় রয়েছে সেটাতে অনায়াসে ১০০ পৃথীবি নেয়া যাবে।
সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...