2 Answers

 (763 পয়েন্ট) 

উত্তরের সময় 

এটি একটি কুসংস্কার ছাড়া কিছু নয়। এরকম আরো হাজার টার ও বেশী কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে।

 (12430 পয়েন্ট) 

উত্তরের সময় 

আদিকালে প্রাচীন মানুষরা ভাবতো গ্রহণ হলো দেবতাদের অভিশাপ। বর্তমান সময়েও কুসংস্কার ঘিরে আছে এক শ্রেণীর পশ্চাদপদ মানুষকে।

দেখা যায়, গ্রহণ চলাকালীন সময়ে তারা খাবার গ্রহণ করে না। বাইরে বের হয় না। গর্ভবতী রমনীরা বিবিধ বিধিনিষেধ মেনে চলে। কিন্তু বাস্তবে গ্রহণের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। এটি প্রকৃতির অমোঘ নিয়মের স্বাভাবিক ঘটনা। জোয়ার-ভাঁটার পরিবর্তন ছাড়া এর অন্য কোন প্রভাব নেই।

ইত্তেফাক/নূহু
সংগৃহিত
সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...