GMail এর সমস্যা সমাধান চাই?

GMail এর সমস্যা সমাধান চাই?আমার একটি Gmail একাউন্ট  আছে। যা দিয়ে কিছু একাউন্ট  খোলা আছে। কিন্তু অনেক ম্যাসেজ এসেছে। আমি ম্যাসেজ গুলো ডিলিট  করতে চাই। কিন্তু একটা একটা করে ডিলিট  করতে হয়। আমি সব গুলো এক সাথে ডিলিট  করতে চাই।,,,,,,,,,, কিভাবে এক সাথে সব গুলো ম্যাসেজ ডিলেট করবো?? কেউ জানলে জানাবেন প্লিজ
বিভাগ: 

1 টি উত্তর

একসাথে সবগুলো ডিলিট করতে সবগুলো মার্ক করতে হবে। এর জন্য যেটি ডিলিট করবেন সেটি চেপে ধরে রাখুন। প্রথমটি মার্ক করতে একটু সময় লাগবে। তারপর একটি করে ক্লিকেই আরগুলো মার্ক করতে পারবেন। মার্ক করা শেষ হলে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিন।

সাম্প্রতিক প্রশ্নসমূহ