যতোদূর জীবনে দেখেছী, এমন প্রেম ও বিয়ে সুন্দর
জীবনকে শেষ করে দেয়। নিচের পয়েন্ট গুলো
লক্ষ করুন :
১/ আপনারা দুজন দু ধর্মের মানুষ
২/ আপনারা এখনো অপ্রাপ্ত বয়স্ক, এই মেয়ে
যখন hsc শেষ করে ভার্সিটি লাইফে প্রবেশ
করবে তখন নতুন ছেলেদের প্রেমে পড়বে, আর
এটা শতকরা ৯৬% মেয়েদের ক্ষেত্রেই হয়ে হয়ে থাকে।
৩/ আপনার গার্ডিয়ান এবং সামাজিক ব্যবস্থা এই
প্রেম ও বিয়ে মেনে নিবে না।
৪/ মেয়েদের মন পরিবর্তনশীল, আপনার চেয়ে
একটুএকটু ভালোভালো ছেলে পেলেই দেখবেন
তার ফোন শুধু ওয়েটিং, তখন কেমন লাগবে আপনার ?
৫/ যেখানে এই বিয়ে মা-বাবা মেনে নিবেনা, সেখানে
সারাটা জীবন কিভাবে সুখে থাকবেন, আরে ভাই আজ খুব
ভালো আছেন কাল যদি বড় একটা অসুখে পড়ে বা
আর্থিক সমস্যায় পড়েন, দেখবেন এই মেয়ে আর
আপনার কাছে নেই,নতুন কাউকে ধরবে। কিন্তুু
আপনার মা- বাবা চিরদিনই আপনার পাশে থাকবে।
বি:দ্র- ভাই আপনি মাত্র hsc শেষ করেছেন, জীবনের
এখনো অনেক পদ বাকি, মেয়েটিকে আপনার বন্দু
হিসেবে রাখেন, আর প্রেম- ভালোবাসা থেকে তাকে
অব্যাহতি দিয়ে দেন। এতে কিছুটা কষ্ট পেলেও
সারাজীবন খুব ভালো থাকবেন।