আমি একটা পরীক্ষায় সেট কোড পূরণ করার ব্যাপারে confusion এ আছি । একবার মনে হলো সেট কোড পূরণ করেছি আরেকবার মনে হলো করিনি, আমি এ ব্যাপারে নিশ্চিত হতে চাই। কোনো শিক্ষককে এ ব্যাপারে বললে হয় না? Please কেউ বলতে পারেন এ জন্য আমি কার সাহায্য নিব আমি শান্তি পাচ্ছি না। পরীক্ষাটি একদিন পূর্বে হয়েছে । দয়া করে এ ব্যাপারে তাড়াতাড়ি কিছু বলুন ?
আমি একটা পরীক্ষায় সেট কোড পূরণ করার ব্যাপারে confusion এ আছি । একবার মনে হলো সেট কোড পূরণ করেছি আরেকবার মনে হলো করিনি, আমি এ ব্যাপারে নিশ্চিত হতে চাই। কোনো শিক্ষককে এ ব্যাপারে বললে হয় না? Please কেউ বলতে পারেন এ জন্য আমি কার সাহায্য নিব আমি শান্তি পাচ্ছি না। পরীক্ষাটি একদিন পূর্বে হয়েছে । দয়া করে এ ব্যাপারে তাড়াতাড়ি কিছু বলুন ?
এটি যদি বোর্ড পরিক্ষা হয় তাহলে শুনুন মাথা ঠান্ডা রেখে আল্লাহ কে ডাকুন। আর আমার মনে হয় আপনি লিখেছেন কারন আপনার খাতা শিক্ষক সই করার সময় অবশ্যই চেক করেছেন।