1 Answer

 (7772 পয়েন্ট) 

উত্তরের সময় 

এলসিডি হচ্ছে লিক্যুইড ক্রিস্টাল ডিসপ্লে যেটাতে ক্রিস্টাল লিকুইডে লাইট ফেলে ছবি দেখানো হয়। এলইডিতে লাইট ইমিটিং ডায়োড ব্যবহার করা হয় ছবি দেখানোর জন্য আর প্লাজমাতে ব্যবহার করা হয় প্লাজমা যা কঠিন, তরল আর বায়োবীয় ছাড়াও পদার্থের যে বিশেষ অবস্থা আছে সেটিকে ব্যবহার করা হয়। ইন্টারনেট টিভি এটা একটা ওয়েবসাইট যেখানে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা আছে আর থ্রিডি টিভিতে বিশেষ চশমা ব্যবহার করে আপনি ত্রিমাত্রিক ছবি দেখা যায়।
সম্পর্কিত প্রশ্নসমূহ

Loading...

জনপ্রিয় বিভাগসমূহ

Loading...